কুয়াশার কারণে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক সড়কে সড়ক দুর্ঘটনায় ৫১ জন আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সোমবার এ সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এ ব্যাপারে পুলিশ জানায়, ভার্জিনিয়ার উইলিয়ামসবার্গ শহরের কাছে ৬৪ নাম্বার আন্তঃরাজ্য সড়কে এ দুর্ঘটনায় ৬৯টি বাহন দুমড়ে-মুচড়ে স্তুপ হয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে শীতল আবহাওয়া ও কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানায় পুলিশ।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনায় পড়া গাড়ির স্তুপের ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, সড়কের উপর দুর্ঘটনায় পড়া বাহনের স্তুপ সড়ক চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করেছেন। উদ্ধারকাজের কারণে ওই সড়কে কয়েক ঘণ্টা সবধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ