সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে আটজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর সিরিয়ার রাক্কাতে। নিহত ৮ জনের মধ্যে রয়েছে একজন নারী এবং একটি শিশুও। সোমবার তুর্কির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণায়লয়ের পক্ষ থেকে এই খবর জানা গেছে।
সিরিয়া এই বিস্ফোরণের দায় চাপিয়েছে কুর্দিস বাহিনীর উপর। যারা চলতি বছর তুর্কির সামরিক বাহিনীর অভিযান চালানোর আগে সিরিয়া শহর নিয়ন্ত্রণ করত বলে জানা গেছে। অন্যদিকে, সিরিয়ার একটি রেডিও স্টেশন জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ২০ জন সাধারণ মানুষ আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।
সিরিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রস আল-আইন থেকে কিছুটা দূরে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছে। যদিও সেই বিস্ফোরণে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র : কলকাতা ২৪x৭।
বিডি-প্রতিদিন/শফিক