আমাজনের আগুনের জন্য অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে দায়ী করে আলোচনায় এসেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ডিসেম্বরের শুরুতে তিনি দাবি করেন, ডিক্যাপ্রিও আমাজনে আগুন লাগানোয় অর্থ ঢেলেছেন। যা নিয়ে বিতর্কের শুরু হয়। এবার জানা গেল, বাথরুমে পড়ে গিয়ে সাময়িকভাবে স্মৃতি হারিয়েছিলেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট।
গতকাল মঙ্গলবার হাসপাতাল থেকে ফিরে এক সাক্ষাৎকারে জইর বলসোনারো নিজেই এ খবর জানান। জানা গেছে, সরকারি বাস ভবনে সোমবার রাতে বাথরুমে পড়ে যান ৬৪ বছর বয়সী এই প্রেসিডেন্ট। পরে তাকে দ্রুত ব্রাসিলিয়ার আর্মড ফোর্সেস হাসপাতালে নেওয়া হয়। সেখানে দশ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বাসায় পাঠানো হয় এভং বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে গেল জানুয়ারিতে শপথ নেন দেশটির কট্টর ডানপন্থি নেতা জাইয়া বলসোনারো। তিনি ব্রাজিলের বর্তমান সরকার প্রধান সাবেক সেনা প্যারাট্রুপার সামরিক শাসকদের ভক্ত বলে সুপরিচিত। তিনি বিভিন্ন সময় আমাজন নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। সূত্র : এনডিটিভি ও দ্য উইক।
বিডি-প্রতিদিন/শফিক