ইরান এবং রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন। শুক্রবার ভারত মহাসাগর এবং ওমান সাগরে এ মহড়া শুরু হয়ে সোমবার পর্যন্ত তা চলবে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ে মাসিক সংবাদ ব্রিফিংয়ে ডেস্ট্রয়ার পাঠানোর কথা ঘোষণা করেন। এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মেরিন সিকিউরিটি বেল্ট’।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যৌথ এই মহড়ার আসল উদ্দেশ্য হচ্ছে- তিন দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করা।
তিনি বলেন, তিন দেশের সমুদ্র নিরাপত্তা এবং জলদস্যুতা ঠেকানোর জন্য শুধু এ মহড়া অনুষ্ঠিত হবে না বরং তিন দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক প্রদর্শন করাও হবে মহড়ার অন্যতম লক্ষ্য।
বিডি প্রতিদিন/কালাম