নরওয়ে থেকে ভারতে বেড়াতে আসা জান্নি-মেইটি জনসন (৭১) নামের এক পর্যটক নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। শুক্রবার তিনি জানালেন ওই পোস্টের কারণে তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়। অন্যথায় ফল ভুগতে হবে বলেও হুমকি দেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যম বলছে, নরওয়ের ওই নারী বিক্ষোভে অংশ নিয়ে পর্যটক হিসেবে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে ভ্রমণরত অবস্থায় ভিসা আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে কোচিতে জান্নি-মেইটির হোটেলে গিয়ে তাকে দ্রুত ব্যাগ গোছানোর কথা বলে দ্রুত ভারত ত্যাগের নির্দেশ দেন।
এর আগে, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোচিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বৃহস্পতিবারভারতীয় অভিবাসন কর্মকর্তাদের মাধ্যমে তাকে নাস্তানাবুদ হতে হয়। এ বিষয়ে জান্নি গণমাধ্যমকে বলেন, অভিবাসন কর্মকর্তারা হোটেলের লবিতে আমার সঙ্গে দেখা করেছেন। তারা আমাকে হোটেল, এমনকি দ্রুত ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক