বান্ধবীর বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হন তরুণী। একবার নয়, চার বছর ধরে নির্যাতন চালিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ওই তরুণীর বিয়েতেও বাধা দিতে থাকেন। ফলে বান্ধবীর সেই বাবাকে হত্যার পথ বেছে নেন তরুণী। গত ২৩ ডিসেম্বর ভারতের তামিলনাড়ুর ওয়াশারমেনপেট শহরের একটি খেলার মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আজ শুক্রবার খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
হত্যার অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নিজের ওপর নির্যাতন, বিয়েতে বাধা দেয়া এবং বাধ্য হয়ে হত্যার পথ বেছে নেয়ার দাবি করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, খুন হওয়া ব্যক্তি তরুণীর বান্ধবীর বাবা। তার নাম আম্মান সেকার। প্রায় সাড়ে চার বছর ধরে তরুণীকে যৌন নির্যাতন করেছিলেন তিনি। সম্প্রতি ওই তরুণীর বিয়ে ঠিক হয়। কিন্তু সেকার তার বিয়েতে বাধা দিতে থাকে। ফলে তাকে খুনের সিদ্ধান্ত নেন তরুণী।
পুলিশ আরও জানায়, আম্মান সেকার আর্থিকভাবে প্রভাবশালী। আর তরুণীর পরিবার দরিদ্র। সে কারণে নির্যাতনের বিষয় জেনেও ভয়ে কিছু বলতে পারেনি। পুলিশকে দেয়া বয়ানে ওই তরুণী জানিয়েছে, সাড়ে চার বছর আগে কলেজে পড়ার সময় তাকে প্রথমবার ধর্ষণ করেন সেকার। তারপর প্রায়শই চলত অত্যাচার। পরিবর্তে বিভিন্ন দামি জিনিস কিনে দিতেন সেকার। সম্প্রতি বিয়ে ঠিক হলে তাতে বাধা হয় সেকার। বিয়ে বন্ধ না করলে তাকে ধর্ষণের ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার ভয় দেখান সেকার। সেই অত্যাচার সহ্য না করতে পেরেই সেকারকে খুন করার পরিকল্পনা করেন তরুণী।
বিডি-প্রতিদিন/শফিক