রাহুল গান্ধীকে ২০১৯ সালের সেরা মিথ্যাবাদী বলে উল্লেখ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দেশটির জাতীয় জনসংখ্যা নিবন্ধনকে (এনপিআর) গরিবের উপরে চাপানো কর বলে মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ করে বিজেপি। বিজেপির দাবি, রাহুল গান্ধী নিজের পরিবার ও দলকে বিড়ম্বনায় ফেলেছেন।
বিজেপির সিনিয়র নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর কংগ্রেসকে দায়ী করে বলেন, কংগ্রেস দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে। পাশাপাশি তিনি দাবি করেন, দেশের মানুষ নতুন নাগরিকত্ব আইন ও এনপিআরকে সমর্থন করছে। তিনি বলেন, এনপিআরের সঙ্গে কোনো অর্থনৈতিক লেনদেনের ব্যাপার নেই। এবং এর তথ্য ব্যবহৃত হয় গরিবদের চিহ্নিত করতে, যার সাহায্যে সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি এই মানুষগুলির কাছে পৌঁছায়।
রাহুল গান্ধি এর আগে দাবি করেন, এনপিআর ও এনআরসি হল গরিব মানুষদের উপরে চাপানো কর। নোটবন্দিও গরিব মানুষদের উপরে কর ছিল। ব্যাঙ্কে যান, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। এটাও তেমনই। আধিকারিকদের ঘুষ দিন, আপনার নথি নিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার