মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিস অভিযোগ করে বলেছেন, রাজ্যে ক্ষমতার ভাগ পাওয়ার জন্য কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে সুর পাল্টেছে শিবসেনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস এর।
শুক্রবার সিএএ এবং নাগরিকপঞ্জির (এনআরসি) সমর্থনে ‘সংবিধান সম্মান মঞ্চে’র ব্যানারের অধীনে আগস্ট ক্রান্তি ময়দানে এক র্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন।
ফদনবিস বলেন, অতীতে কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে প্রচারণায় নেতৃত্ব দিচ্ছিল শিবসেনা। তারা কথিত বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেয়ার কথাও বলতো। কিন্তু বর্তমানে দৃশ্যত শিবসেনা তাদের সুর পাল্টে ফেলেছে। মনে হচ্ছে শিব সেনারা মহারাষ্ট্রে ক্ষমতার ভাগ পাওয়ার জন্য নিজেদের মুখে কুলুপ এঁটেছে।
তার দাবি, নাগরিকত্ব সংশোধন আইনের গুরুত্ব ব্যাখ্যা করে র্যালি করবে বিজেপি। যারা এই আইনের বিরোধিতা করছেন, তারা তা করছেন নিজেদের রাজনৈতিক স্বার্থে। এটা সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। প্রতিটি নাগরিকের মর্যাদা ও পরিচয় সংরক্ষণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক