পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ আর টিকটক তারকা হারিম শাহের অনলাইন চ্যাটিং– এর ভিডিও ফাঁস হয়েছে। আর ফাঁস হওয়ার পরপরই তা মুহূর্তেই হয়েছে ভাইরাল। কীভাবে ভাইরাল হয়েছে ভিডিও তা এখনও পরিষ্কার নয়। তবে এই ঘটনায়ন পাকিস্তানজুড়ে নিন্দার ঝড় বইছে।
হারিম শাহ টিকটকের একজন জনপ্রিয় তারকা। এর আগে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এক নেতা মোহাম্মদ আমিন ও হারিমের অন্য একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার তার সঙ্গে দেখা গেল পাকিস্তানের রেলমন্ত্রীকে।
চ্যাটিং-এর ভিডিওতে দেখা গেছে হারিম বলছেন, 'আপনি আমাকে যেসব অশ্লীল ভিডিও পাঠিয়েছেন, সেগুলোর কথা কি ভুলে গিয়েছেন?’ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ভিডিওর শেয়ার বাড়তে থাকে। অন্যদিকে সমালোচনা শুরু হয়ে যায় রেলমন্ত্রীকে ঘিরে।
বিডি প্রতিদিন/আরাফাত