যুক্তরাষ্ট্রের আলস্কার বিটলসে গত প্রায় ১০ দিন ধরে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়ামের ওপরে ওঠেনি। শনিবার সকালে তাপমাত্রা ছিল মাইনাস ৫৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, শীতকালে মঙ্গলগ্রহে গড়ে এই তাপমাত্রা থাকে। আজ সেখানে তাপমাত্রা মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
শুধু বিটলসই নয়। আলাস্কার আরও অন্যান্য অংশে কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৩৫ থেকে মাইনাস ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনের বেলায়ও তাপমাত্রা খুব একটা ওঠে না। সর্বোচ্চ তাপমাত্রা উঠছে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী দুই-একদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে আলাস্কায় এমন ঠাণ্ডা খুব একটা অস্বাভাবিক নয়। কেননা বিটলসে বছরে গড়ে ১১ রাত তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়।
বিডি প্রতিদিন/হিমেল