পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের চেয়ে দিল্লির লবি অনেক শক্তিশালী। সেই কারণেই ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের দ্বি-পাক্ষিক সম্পর্কেও তার প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করার পাশাপাশি ফের কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়া ও তার জন্য উপত্যকায় নিয়ন্ত্রণ এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধেও সরব হন ইমরান খান।
উত্তর আমেরিকায় পাকিস্তানি বংশোদ্ভুত চিকিৎসকদের সংগঠন ‘ফিজিশিয়ান্স অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা’ (আপনা)-র আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইমরান খান। কিন্তু ওই অনুষ্ঠানও ভারত-পাকিস্তান প্রসঙ্গ টেনে আনেন ইমরান। তিনি বলেন, ‘‘আমেরিকায় বর্তমানে পাকিস্তানের চেয়ে ভারতের লবি বেশি শক্তিশালী। সেই কারণে নয়াদিল্লির অবস্থানের কাছে সব সময় ইসলামাবাদের মত চাপা পড়ে যায়। এবং তার প্রভাব পড়ে আমেরিকার পাকিস্তান নীতির উপর।’’
বিডি প্রতিদিন/আরাফাত