সৌদি আরবে ভয়াবহ গাড়িবোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলার পরিকল্পনাকারী দুই তরুণ নিহত হয়েছেন।
জানা গেছে, দেশটির দাম্মাম শহরে এই হামলা চালাতে চেয়েছিল দুই তরুণ। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেই চেষ্টা ভণ্ডুল করে দেয়।
সৌদি সরকারের নিরাপত্তা প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুই সন্ত্রাসী একটি ফোর্ড গাড়িতে বিস্ফোরক বহন করছিল। তারা বুধবার দাম্মাম শহরের কিং সাউদ স্ট্রিটের দিকে যাচ্ছিল।
সে সময় তাদের আত্মসমর্পন করতে বলা হয়। কিন্তু তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি ছুঁড়তে থাকে এবং একটি বিল্ডিংয়ের পেছনে ব্যারিকেড তৈরী করে। সে সময় গুলিতে তারা নিহত হয়। সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/কালাম