কাশ্মীরের ৫ রাজনৈতিক নেতাকে মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল (জম্মু-কাশ্মীর এবং লাদাখ) গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে গত পাঁচ মাস গৃহবন্দী ছিলেন ওই পাঁচ রাজনৈতিক নেতা।
সোমবার যে ৫ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে তারা হলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ইসফাক জব্বর ও গুলাম নবি ভাট। কংগ্রেস নেতা ভাসির মীর এবং পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (পিডিপি) এর বিক্ষুব্ধ নেতা ইয়াসির রেসি।
এর আগে গত ২৫ নভেম্বর পিডিপি নেতা দিলওয়ার মীর এবং জে এন্ড কে ডেমোক্রেটিক পার্টি নেশনালিস্ট নেতা গুলাম হাসান মীর।
যদিও কাশ্মীরের ৩ বিশিষ্ট রাজনৈতিক নেতা ন্যাশনাল কনফারেন্স নেতা সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ তার ছেলে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং পিডিপি নেত্রী তথা সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এখন গৃহবন্দী রয়েছে। তাদের মুক্তির ব্যাপারে সরকার বা প্রশাসনের তরফে এখনো কোনো দিন ধার্য করা হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন