ইরান এবং রাশিয়া বলেছে, পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা মধ্যপ্রাচ্যের শান্তি বিঘ্নিত করছে এবং তারাই সেখানে উত্তেজনা বাড়িয়ে তুলছে।
মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকের ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, হাজার হাজার মাইল দূরে আমেরিকার সীমান্ত হলেও তারা সেখান থেকে এসে ইরাক এবং সিরিয়াকে রক্ষার নামে ধ্বংসযজ্ঞ এবং রক্তপাত ঘটিয়েছে। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির অবস্থানে মার্কিন বাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে যে উত্তেজনা বাড়িয়ে তুলতে চাই আমেরিকা এটি তার সুস্পষ্ট উদাহরণ।
বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, “আমরা দেখছি যে, আমাদের কিছু পশ্চিমা বন্ধু পরিস্থিতি তাতিয়ে তোলার চেষ্টা করছে।” তিনি জারিফের সঙ্গে একমত পোষণ করে বলেন, রাশিয়ার অবস্থানও এ ধরনের বেআইনি তৎপরতার বিরুদ্ধে।
গতকাল মার্কিন সেনাদের বিমান হামলায় ইরাকি হাশ্দ আশ-শাবির অঙ্গসংগঠন কাতাইব হিজবুল্লাহর একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে। মার্কিন হামলায় সেখানে অন্তত ২৫ জন নিহত এবং ৫১ জন আহত হন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরাকে বিমান হামলার ব্যাপারে আমেরিকা মস্কোকে কোনো তথ্য দেয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত