মেক্সিকোর কেন্দ্রীয় কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ায় কমপক্ষে ১৬ বন্দি নিহত ও আরও ৫ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া এ দাঙ্গা আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী।
এই দাঙ্গায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যান।
নিহতরা গুলি, ছুরিকাঘাত এবং পিটুনিতে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় চারটি বন্দুক।
এর আগে শনি ও রবিবার কারাগারে তল্লাশি চালানো হয়। কিন্তু ওই সময় কোনো অস্ত্র পাওয়া যায়নি। দর্শণার্থীদের মাধ্যমে অস্ত্র প্রবেশ করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দাঙ্গার সম্ভাব্য কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম