কোনো রাজ্য যদি নাগরিকত্ব আইন (সিএএ) প্রণয়নে বাধা সৃষ্টি করে, তাহলে সংবিধান অনুযায়ী সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। সিএএ’কে ঘিরে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে শনিবার এমনই দাবি করলেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ উদয় প্রতাপ সিং।
সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব পাশ করিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ ১১ জন
অ-বিজেপি মুখ্যমন্ত্রীকে একই পথে হাঁটার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
রাজ্য সরকার না চাইলে নাগরিকত্ব আইন যে চালু হবে না, তা আগেই স্পষ্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর আগে এনআরসি বিরোধী প্রস্তাব ভারতের পশ্চিমবঙ্গে পাশ হয়েছে।
এমন অবস্থায় রাষ্ট্রপতি শাসনের স্পষ্ট হুমকি শোনা গেল বিজেপি সাংসদের সুরে। উদয় প্রতাপ সিং বলেন, 'যে যে রাজ্য সরকার সিএএ’র বিরোধিতা করছে, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। ওরা নাগরিকত্ব আইন মানতে বাধ্য।'
এ সাংসদ আরও বলেন, 'সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে কোনো রাজ্য সরকার ব্যর্থ হলে, ৩৫৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার কার্যক্ষমতা বাতিল করতে পারেন রাষ্ট্রপতি।'
প্রসঙ্গত, সিএএ-এনআরসি বিরোধী প্রায় সব সভা থেকেই মমতা ব্যানার্জি স্পষ্ট করে জানিয়েছেন, 'বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি কার্যকরী হচ্ছে না। এখানে আমাদের সরকার রয়েছে। কেন্দ্রীয় সরকার আইন পাশ করলেও রাজ্যকেই তা কার্যকর করতে হয়। আমরা এখানে সিএএ বা এনআরসি করতে দেব না।' সূত্র: এইসময়
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন