ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিতে এবং তেলআবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি করতে পাকিস্তানের ওপর সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে যে চাপ সৃষ্টি করেছে তা কার্যত মুখ থুবড়ে পড়েছে। খবর পার্সটুডের।
পাকিস্তান সরকার বলেছে, দেশের ভেতরে ইসরায়েল-বিরোধী প্রচণ্ড জনমত এবং ফিলিস্তিন ও কাশ্মীর পরিস্থিতি একই রকম হওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতের চাপ প্রত্যাখ্যান করার যথেষ্ট যৌক্তিক ভিত্তি রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফর করার পর ইসলামাবাদ তার পরিষ্কার অবস্থান ঘোষণা করল। এ সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের জন্য আলোচনা করেছেন।
ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেয়া এবং তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে পাকিস্তানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়। গত আগস্ট মাসে আরব আমিরাত নিজেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।
বিডি-প্রতিদিন/শফিক