ইরানে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি। বুধবার মন্ত্রীসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এ পর্যন্ত কারো দেহে ব্রিটিশ করোনার উপস্থিতি ধরা পড়েনি। এই করোনা ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া গেলেই দেশবাসীকে জানানো হবে।
তিনি বলেন, ইরানে গত কয়েক সপ্তাহ ধরেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে। ১৬০টি শহর রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছিল। এখন আর কোনো রেড জোন নেই। সব ক’টি শহরের পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে।
ব্রিটেন থেকে নতুন ধরণের করোনা যাতে ইরানে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তেহরান দেশটির সঙ্গে সব ধরণের বিমান চলাচল স্থগিত রেখেছে।
এদিকে, আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইরানে ৫৪ হাজার ১৫৬ জন করোনা রোগীর মৃত্যু হলো।
মুখপাত্রের তথ্য অনুযাযী, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ছয় হাজার ২৬১ জন করোনা রোগী। এ নিয়ে ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৭৭ হাজার ৪ জনে পৌঁছাল। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয় লাখ ১৪ হাজার ১৯৪ জন।
বিডি প্রতিদিন/আরাফাত