ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার পর এবার নাইজেরিয়ায় আরও এক নতুন চেহারায় ধরা পড়ল করোনাভাইরাস। আগের দুই দেশে পাওয়া জীবাণুর সঙ্গে এর বংশগত পরিচয়ের মিল নেই বলে জানা গেছে।
নাইজেরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখনই স্পষ্টভাবে সব বলতে পারছেন না। আফ্রিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার প্রধান জন এনকেন গ্যাসঙ্গ জানিয়েছেন, এই নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে অতি দ্রুত। এখনই সবটা পরিস্কার নয়।
জানা গেছে, নাইজেরিয়ার ওসুন রাজ্যের দুই রোগীর শরীর থেকে নেওয়া নমুনায় এই নতুন চেহারার করোনা পাওয়া গেছে। এই নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩ আগস্ট এবং ৯ অক্টোবর। তবে স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের নতুন স্ট্রেন যেমন সংক্রমণে গতি বাড়িয়ে দিয়েছে, নাইজেরিয়ায় তা হয়নি।
এনকেন গ্যাসঙ্গের দাবি, যে কোভিড প্রতিষেধক তাদের দেশে আসতে চলেছে, তা দিয়েই এই নতুন বিপদের মোকাবিলা করা সম্ভব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ