যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য আহ্বান জানালেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি মস্কো সফররত কাতারের বিদেশমন্ত্রী মোহম্মদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে এক সাক্ষাতে এই আহ্বানের কথা জানিয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে ল্যাভরভ এমনটা জানিয়েছেন। তার বক্তব্য, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা ওয়াশিংটনের উচিত হবে না।
রুশ বিদেশমন্ত্রীর বক্তব্য, তার দেশ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে এবং এক্ষেত্রে প্রতিশোধ নিতে ভুল করবে না। সাক্ষাতে সের্গেই ল্যাভরভ পারস্য উপসাগর, সিরিয়া ও লিবিয়া সংক্রান্ত বিষয়াদি নিয়েও তার কাতারি সমকক্ষের সঙ্গে আলোচনা করেন।
এই প্রসঙ্গে কাতারের বিদেশমন্ত্রী আলে সানি জানিয়েছেন, তার দেশ ইরানের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলির মধ্যে আলোচনা চালাচ্ছে। এই অঞ্চলের দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে কোনও প্রচেষ্টাতেই কাতার একটা ভূমিকা রাখতে আগ্রহী বলেও তিনি জানান।
তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে কাতার কতটা আগ্রহী সেই কথাও তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ