উগান্ডার লেক আলবার্টে নৌকাডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ঝড়ো হাওয়ায় উগান্ডা ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সীমান্তে হ্রদে নৌকাটি ডুবে যায়।
বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় কর্মকর্তা আশরাফ ওরোমা জানান, নৌকাটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিলো। তারা সবাই উগান্ডা ও কঙ্গোর নাগরিক। নৌকাটি উগান্ডার এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছিলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ