নেপালে রাজনৈতিক ডামাডোল চরমে। নেপাল কমিউনিস্ট পার্টির দুই প্রধান– কে পি শর্মা ওলি ও পুষ্পকমল দহলের কোন্দলে ভাঙনের মুখে দল। এমন সময়ে পরিস্থিতি সামাল দিতে কাঠমান্ডুতে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে চীন।
চীনের কমিউনিস্ট পার্টির ৪ সদস্যের ওই দল আজ রবিবার কাঠমান্ডু পৌঁছানোর কথা। দলটি চারদিন নেপাল কমিউনিস্ট পার্টির সঙ্গে আলোচনা চালাবে।
নেপালের গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন অঅগে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সুপারিশ মেনে দেশটির জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি। ঘোষণা করেন পরবর্তী নির্বাচনের দিনও। একতরফাভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়া নিয়ে রীতিমতো অসস্তুষ্ট ওলির দল নেপাল কমিউনিস্ট পার্টি।
ওলি মনে করেন, তাঁর দলে এখন অন্তর্কলহ চরমে উঠেছে। যে কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও আনা সম্ভব হবে না। তবে পার্লামেন্ট ভেঙে দেওয়াকে ‘সাংবিধানিক আঘাত’ হিসেবে দেখছেন ওলির বিরোধীরা। নেপাল প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ