মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে একটি হাসপাতালে বড় ধরনের অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজন মারা গেছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। হাসপাতালটিতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
নিরাপত্তা ও হাসপাতাল সূত্রগুলো জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত মিছর আল আমাল হাসপাতালে আগুন লাগে।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। সূত্রগুলো জানায়, অগ্নিকাণ্ডের পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অপর একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ