ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ প্রতিদিন শুধু ২৩ লাখ ব্যারেল তেল রপ্তানিরই চেষ্টা করছে না বরং এই পরিমাণ আরো বাড়ানোর চেষ্টা করছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির অধিকার রয়েছে এবং তা পরিপূর্ণ করার জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সক্ষমতা ব্যবহার করা হবে। রাজধানী তেহরানে আজ এক সরকারি বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক যুদ্ধের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, আগামী অর্থবছরের বাজেট বিল উপস্থাপনের সময় সরকার মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধ করার অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেবে।
হাসান রুহাানি বলেন, অর্থনৈতিক যুদ্ধের অভিজ্ঞতাগুলো মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার ক্ষেত্রে সাহায্য করবে। পাশাপাশি মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিও অকার্যকর করবে। এছাড়া, দেশের সামাজিক কল্যাণ নিশ্চিত হবে এবং উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত বাধা রয়েছে তা দূর হবে।
করোনাভাইরাস ও অন্যায় নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট পরিস্থিতির আলোকে সরকার সম্প্রতি শক্ত পদক্ষেপ নিয়েছে এবং জনগণের মৌলিক চাহিদা ও তাদের অবস্থা উন্নত করার জন্য আন্তরিক প্রচেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত