আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা ও চীনের সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম জ্যাক মা। প্রযুক্তি জগতে তিনি যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার লাগাম টানতে মরিয়া চীন।
জ্যাক মার অনলাইন রিটেইল জায়ান্ট কোম্পানি অ্যান্ট গ্রুপের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কোম্পানির কার্যক্রম পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর প্যান গংশেংয়ের দাবি, অ্যান্ট করপোরেট গভার্নেন্সের কার্যক্রম 'স্বচ্ছ' নয়। এটিকে পূর্বের অবস্থায় (পেম্যান্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে) ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা