ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিখ গুরুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় মোদি তাদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, শিখ গুরুরা ভারতের বর্তমান বুনিয়াদি সংরক্ষণে এবং অক্ষত রাখতে সহায়তা করেছেন।
মোদির মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ৭২তম পর্বে গত রবিবার তিনি এসব কথা বলেন।
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘যারা অত্যাচারী ও নির্যাতনকারীদের নিষ্ঠুর অপব্যবহার থেকে আমাদের সভ্যতা, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আজ তাদের স্মরণ করার দিন। এই দিনটিতে গুরু গোবিন্দ সিংহের পুত্র সাহেবজাদে জোড়োয়ার সিং ও ফতেহ সিং অমর হয়ে থাকবেন।
জালিমরা সাহেবজাদেকে মহান গুরু ঐতিহ্যের শিক্ষা ও বিশ্বাস ত্যাগ করতে বলেছিল। তবে আমাদের সাহেবজাদে সেই তরুণ বয়সেও আশ্চর্য সাহস ও সংকল্প দেখিয়েছিলেন। প্রতিরোধের সময় একে একে পাথর দিয়ে পাইল দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে প্রাচীরের উচ্চতা বাড়তে শুরু করে। মৃত্যু চোখের সামনে দেখেও তাঁরা একটুও ভয় পাননি।’
নয়াদিল্লির গুরুদ্বার রাকাবগঞ্জ সফরের কথাও স্মরণ করেছেন মোদি। সূত্র: এনএনআই।
বিডি প্রতিদিন/আবু জাফর