লেবনানের হিজবুল নেতা নাসরুল্লাহ এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, আতঙ্কবাদী সংগঠন হিজবুল্লার কাছে এখন ইসরায়েলে হামলা করার এবং এলাকা দখল করার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, আমেরিকার সহায়তায় ইসরায়েল পূর্ব বাঙ্কাস ক্ষেত্রে হিজবুল্লাহ’র ডেরায় হামলার হুমকি দিয়েছিল। ইসরায়েল যদি এই ধরণের কোন ঝামেলা করে, তাহলে তারা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এই ৪ ঘণ্টার সাক্ষাৎকারে হিজবুল নেতা আরও বলেন, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শাসনের শেষ সময়টা নিয়ে খুবই সংশয়ে রয়েছেন তারা। ইরান এবং তাদের সহযোগিতা একসঙ্গে পুরনো প্রতিশোধ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন।
সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহ মিসাইল নির্মাণ কেন্দ্র স্থাপন করার চেষ্টা করছে। তবে ইসরায়েলও কিন্তু কম ক্ষমতাধর দেশ নয়। যে কোন সময়ে তাদের শত্রুপক্ষকে ধূলিস্মাৎ করে দিতে পারে। এই পরিস্থিতিতে এই সামনাসামনি হুমকির নানারকম ইঙ্গিত হতে পারে। ভবিষ্যতে কোন বড় সংঘর্ষের আগাম বার্তাও হতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক