ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) আরো তিন মাস নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের (পিআইএ) ওপর। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। ইএএসএ জানিয়েছে, সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) কাছ থেকে সেইফটি অডিট পেলেই কেবল এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
এর আগে, নিরাপত্তা ঝুঁকির কারণে চলতি বছরের জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোতে পিআইএর ফ্লাইট পরিচালনায় ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করে ইএএসএ।
গত সপ্তাহে পাকিস্তানের এভিয়েশন মিনিস্টার গুলাম সারওয়ার খান জানান, বাণিজ্যিক পাইলটদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া নিয়ে ইএএসএর যে উদ্বেগ ছিলো, সেটি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই ইউরোপের দেশগুলোতে পিআইএ ফ্লাইট পরিচালনার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
তবে, পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থা পিআইএর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, বেশকিছু পরিবর্তন আনার পর এয়ারলাইনটি থেকে ফ্লাইট চলাচলের জন্য অস্থায়ী অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। সিএএর কাছ থেকে সেইফটি অডিট না পেলে ইএএসএ এমন অনুমতি দিতে পারবে না বলে জানায় পিআইএকে।
বিডি-প্রতিদিন/শফিক