'চীন বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে চায়। ভারতের সঙ্গে লড়াই করলে কিন্তু তাদের সেই উদ্দেশ্যপূরণ হবে না।' মঙ্গলবার বেইজিংকে সতর্ক করে এমনই দাবি করলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া। লাদাখে সংঘর্ষ হওয়ার পর থেকেই ভারত ও চীন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। দু'পক্ষই নিজেদের সীমান্তে সেনা মোতায়েন থেকে পরিকাঠামো নির্মাণ করছে। খবর সংবাদ প্রতিদিনের।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে ভাদুরিয়া বলেন, 'গোটা বিশ্বের সামনে ভারতের সঙ্গে কোনও গুরুতর লড়াই চীনের পক্ষে ভাল হবে না। যদি চীনের লক্ষ্য বিশ্বের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করা হয় তাহলে এই পরিকল্পনা তার ক্ষতি করবে। উত্তরের দেশগুলোর সম্পর্কে চীনের পরিকল্পনা রয়েছে তাত বদলে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা যা অর্জন করেছে তাকে আমরা মান্যতা দিই।'
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায় বিপুল সেনা মোতায়েন করেছে চীন। অনেক রাডার লাগানোর পাশাপাশি, ভূমি থেকে আকাশ ও ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণের পরিকাঠামো তৈরি করেছে বলেই ভারতীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো সূত্রে খবর। মঙ্গলবার সেই কথা সত্যি বলে জানিয়ে এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া বলেন, 'ওদের পক্ষ থেকে চূড়ান্ত তৎপরতা দেখা গেছে। তবে আমাদেরও সমস্তরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'
বিডি-প্রতিদিন/শফিক