শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ। আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১.৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৪.৭ ম্যাগনিটিউড। খবর ডেইলি পাকিস্তান গ্লোবালের।
একদিকে প্রবল ঠাণ্ডা তার ওপরে ভূমিকম্প, মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসলামাবাদ জুড়ে। তবে এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে, ক্রোয়েশিয়া ১৪০ বছরের মধ্যে বড় ভূমিকম্প আঘাত হানে গতকাল। এতে এখন পর্যন্ত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/শফিক