মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক প্রণোদনা বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
বুধবার ভোটাভুটির পর প্রস্তাবটি প্রত্যাখ্যান করে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট।
সিনেটে রিপাবলিকানদের প্রধান মিচ ম্যাককনেল বলেন, 'পরিবার প্রতি আর্থিক সহায়তার পরিমাণ ৬শ' ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ডলার করা হলে ঋণের পরিমাণ ব্যাপক বেড়ে যাবে।'
গত রবিবার ৬০০ ডলার আর্থিক সহায়তার বিলে সই করেন ট্রাম্প। তবে তা বাড়িয়ে ২ হাজার করার দাবি জানান তিনি। সোমবার, পরিবারপ্রতি ২ হাজার ডলার আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাবটিতে অনুমোদন দেয় ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ট হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।
বিডি প্রতিদিন/আরাফাত