জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে এবার চীনা বাণিজ্যিক সংস্থাগুলোর বিনিয়োগে রাশ টেনেছে তাইওয়ান। বুধবার তাইওয়ানের ইনভেস্টমেন্ট কমিশনের মুখপাত্র সু চি-য়েন জানান, চীনা সেনা ও কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত কোনও বাণিজ্যিক সংস্থা তাইওয়ানে বিনিয়োগ করতে পারবে না।
তিনি বলেন, বিশ্বজুড়েই চীনা বিনিয়োগ প্রশ্নের মুখে পড়েছে। এর কারণ হচ্ছে, ভিন দেশের প্রযুক্তি ও তথ্য হাতিয়ে নিতে বিনিয়োগকে হাতিয়ার করছে চীন। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ করেছি আমরা। শুধু আমরাই নয়, চীনা বিনিয়োগে রাশ টেনেছে আমেরিকা, জার্মানি, জাপান ও অস্ট্রেলিয়া।
তাইপেই টাইমস সূত্রে খবর, বুধবার থেকেই এই নয়া নিয়ম বলবৎ হয়েছে। এই নিয়ম ভাঙলে ২৫ মিলিয়ন তাইওয়ানিজ ডলারের জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া, তাইওয়ান থেকে চীনে রপ্তানি হওয়া তথ্য ও প্রযুক্তির উপরও রাশ টানতে চলেছে সে দেশের প্রশাসন।
উল্লেখ্য, স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে বরাবর নিজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দাবি করে এসেছে চীন। তাইপেই কবজা করতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ করা হতে পারে বলেও হুঙ্কার দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগ্রাসী চীনকে রুখে দিতে নতুন সাবমেরিন বাহিনী তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে তাইওয়ান।
বিডি-প্রতিদিন/শফিক