আন্তর্জাতিক মঞ্চে ফের সমর্থন পেল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই সঙ্গে একাধিক ইস্যুতে ভারতের পাশে দাঁড়াবার বার্তা দিল রাশিয়া। বুধবার পুতিন এক বার্তায় জানান, নতুন বছরে ভারত ও রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করেন তিনি। মস্কো ও দিল্লি একাধিক আন্তর্জাতিক ইস্যুতে সহমত হয়ে একযোগে কাজ করবে বলেও আশাপ্রকাশ করেন পুতিন।
এদিন পুতিন ভারতের উদ্দেশ্যে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা পাঠান। কৌশলগত দিক থেকে ও কূটনৈতিক পদক্ষেপে ভারতের পাশে রাশিয়া থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। তিনি বলেন, ২০২০ সালে রাশিয়া ও ভারত এই দুই দেশই প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। করোনা বিধ্বস্ত এই দুই দেশ নতুন করে ২০২১ সালে শুরু করবে বলে আশা করেন পুতিন। তবে করোনা পরিস্থিতিতেও নয়াদিল্লি ও মস্কোর সম্পর্ক অটুট ছিল, যা সদর্থক বলে মন্তব্য পুতিনের। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।
বিডি-প্রতিদিন/শফিক