করোনাভাইরাসের নতুন ধরনের কারণে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এ কথা জানান। এ মাসের শেষ দিকে বরিস জনসনের ভারত সফর করার কথা ছিল।
বরিস জনসন কার্যালয়ে মুখপাত্র বলেন, আজ সকালে প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন এবং তিনি চলতি মাসের শেষ দিকে ভারত সফরে যেতে পারছে না বলে দুঃখ প্রকাশ করেছেন।
ব্রিটিশ মুখপাত্র জানান, গতরাতে ব্রিটেনে যে লকডাউন শুরু হয়েছে, ব্রিটেনে তার কী প্রভাব পড়ে, নতুন ধরনের করোনাভাইরাস কতটা বিস্তার লাভ করে, লকডাউনে জনগণ কীভাবে সাড়া দেয়, এসব বিষয় দেখভাল করার জন্যই তিনি ভারত সফর বাতিল করেছেন। তিনি লকডাউনের সময় দেশে থাকাটাই বেশি জরুরি মনে করছেন।
সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ