চশমার পর এবার ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর কাঠের তৈরি একটি বাটি, দুটি চামচ এবং একটি কাঁটা চামচ নিলামে তোলা হলো। এই কাজের দায়িত্বে রয়েছে ইস্ট ব্রিস্টল অকশন হাউস সংস্থা। সংস্থার এক কর্মকর্তা অ্যান্ড্রু স্টো বলছেন, এগুলো একেকটা ইতিহাস। খবর আজকালের।
জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গৃহবন্দি থাকাকালীন ব্যবহৃত এই কাঠের বাসনপত্র সুমতি মোরারজি নামে এক পরিচিতকে দিয়ে দিয়েছিলেন মহাত্মা গান্ধী। বন্দিদশা কাটাতে এই সুমতির বাড়িতেই কিছুদিনের জন্য থেকেছিলেন তিনি। সুমতিই এই বাটি-চামচগুলো পরে বিক্রি করে দেন।
এই বাটি ও চামচগুলো ১৯৪২ থেকে ১৯৪৪ সালের মধ্যে ব্যবহার করতেন মহাত্মা গান্ধী। সে সময়ে আগা খান মহলে ব্রিটিশদের হাতে গৃহবন্দি ছিলেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, এই সাধারণ ঘরোয়া সামগ্রীগুলোর দাম উঠতে পারে ৮০ হাজার পাউন্ড পর্যন্ত। প্রাথমি ভাবে ৫৫ হাজার পাউন্ড দাম ধার্য করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক