ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে। আজ শনিবার স্থানীয় সময় সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। খবর জিও টিভি ও ডনের।
গণমাধ্যম দু’টি জানিয়েছে, শেরশাহ এলাকায় নালার পাশ দিয়ে যাওয়া একটি গ্যাস পাইপলাইনে এ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে নালার পাশের একটি বেসরকারি ব্যাংক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
যদিও সেখানকার বেসরকারি ওই ব্যাংকের ভবনের নিচের নর্দমা পরিষ্কার করার জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল- সবাইকে সরে যেতে হবে। কিন্তু ভবন খালি করার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরণের ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের কারণে সেখানে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণস্থলের আশপাশের এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক