ভারত এবার সফল পরীক্ষা চালানো হয়েছে পরমাণু অস্ত্রবাহী নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’ এর। আজ শনিবার ওড়িশা উপকূল থেকে অগ্নি সিরিজের এ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপন করা হয়। খবর এনডিটিভির।
জানা গেছে, মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্রটি এক থেকে দুই হাজার কিলোমিটারের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ওয়্যারহেড ওজন দেড় হাজার থেকে তিন হাজার কিলোগ্রামের মধ্যে।
এর মধ্য দিয়ে কৌশলগত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম-এর মতো অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত হলো ভারতের পরমাণু গবেষণায়। উল্লেখ্য, এর আগেও অগ্নি-৫ নামের একই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভারত।
বিডি-প্রতিদিন/শফিক