ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র তাণ্ডবে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার এএফপির বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার ফিলিপাইনে আঘাত হানে সুপার টাইফুন রাই। আক্রান্ত এলাকা থেকে তিন লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্লাবিত হয়েছে বহু গ্রাম।
জনপ্রিয় পর্যটন স্পট বোহোলের গভর্নর আর্থার ইয়াপ তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, তার শহরে ৪৯ জনের মৃত্যর খবর পাওয়া গেছে। এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন এবং টাইফুনের সময় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন আরও ১৩ জন।
বিডি প্রতিদিন/ফারজানা