গ্রিসে আবারও অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে দেশটির এজিয়ান সাগরে নতুন করে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। খবর সিএনএন এর।
জানা গেছে, তুরস্ক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার অভিযানে বিমানসহ প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। ডুবে যাওয়া নৌকা থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চলতি বছর এজিয়ান অঞ্চলের ফোলেগ্যান্ড্রোসের নৌকা ডুবির ঘটনাগুলোকে সবচেয়ে খারাপ অবস্থা বলে অভিহিত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।
এর আগে, গত বৃহস্পতিবার দেশটির প্রত্যন্ত দ্বীপ অ্যান্টিকিথেরার উত্তরে এজিয়ান সাগরে একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকা ডুবে যায়। এতে অন্তত ১১ জনের নিহতের খবর পাওয়া যায়। এছাড়া ৯০ জনকে জীবিত উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক