এক ফিলিস্তিনি বৃদ্ধাকে নির্মমভাবে ব্যক্তিগত গাড়িচাপায় হত্যা করলো পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারী এক ইসরায়েলি। গতকাল শনিবার রামাল্লা শহরের উত্তর-পূর্বের সিনজিল এলাকায় এ ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট মনিটর ও ইয়েনি শাফাকের।
জানা গেছে, ৬৩ বছর বয়সী গাদির ফুকাহা নামের ওই ফিলিস্তিনি নারী যখন তার স্বামীর সাথে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন তখন ওই ইসরায়েলি ইহুদি তাকে গাড়িচাপা দেন। তখন ওই নারী তাৎক্ষণিকভাবে মারা যান। পরে ওই ইসরায়েলি খুনি দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যান।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গাদির ফুকাহা নামের ওই ফিলিস্তিনি নারী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এর বেশি কিছু বলা হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও সহিংসতা বেড়ে গেছে।
বিডি-প্রতিদিন/শফিক