শান্তিতে নোবেল জয়ী এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। তিনি দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী ছিলেন।
ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজ রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, শান্তিতে নোবেল জয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। দক্ষিণ আফিকার নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর