লিবিয়া থেকে নৌযানে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী ৪৮ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়া উপকূলরক্ষীরা। শনিবার রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিম এ খবর জানিয়েছেন। খবর এএফপি’র।
তিনি বলেন, জারজিস উপকূলে তাদের নৌকা ভেঙে যাওয়ার পর ১৫ জন মালির, ১৫ জন সিরিয়ার ও চার জন মিশরের নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অভিবাসীদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) অফিসে হস্তান্তরের আগে এল কেতেফ বন্দরে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় চলতি বছরে প্রায় ১,৭০০ জন অভিবাসীসহ ২৩,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে বা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আইওএম।
বিডি-প্রতিদিন/শফিক