প্রবল তুষারপাতের কারণে ১০০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে জাপানে। স্থানীয় সময় রবিবার দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাতের কারণে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। আজ সোমবার জাপানের দু’টি বৃহত্তম এয়ারলাইনসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপানি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ রবিবার বিকাল ৪টা পর্যন্ত ৭৯টি ফ্লাইট বন্ধ রেখেছে। এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া বলেছেন, এতে ৫ হাজার ১০০ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
জাপান এয়ারলাইনসের এক প্রতিনিধি জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে সংস্থাটি বিকাল ৪টা পর্যন্ত সংস্থাটির ৪৯টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। যার প্রভাব পড়েছে ২ হাজার ৪৬০ জন যাত্রীর ওপর।
এদিকে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে বিশ্বে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে জাপানে একেবারে ভিন্ন কারণে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশে এ পর্যন্ত ১২ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। যারা সবাই দেশের বাইরে থেকে জাপানে এসেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর