সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মাদ হোসাইন রবলিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল্লাহি মোহাম্মাদ। আজ সোমবার প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে এ বরখাস্তের কথা জানানো হয়।
আফ্রিকার সংঘাতপূর্ণ এ দেশে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে অনেক দিন ধরে শীতল সম্পর্ক চলছিল। সোমালিয়ার স্থিতিশীলতার জন্য দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা চালানোর প্রেক্ষাপটে তাদের মধ্যে নতুন করে সম্পর্কের অবনতি ঘটে। এরইমধ্যে দীর্ঘ বিলম্বিত নির্বাচনকে কেন্দ্র করে এই দুই নেতার মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। এর একদিন পর তাকে বরখাস্ত করা হলো।
প্রেসিডেন্টের দফতরের ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মোহাম্মাদ হোসাইন রবলিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। জমি দখলের একটি মামলার তদন্তকাজে হস্তক্ষেপ করায় প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।
সূত্র : এএফপি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ