মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির অবৈধ ওয়াকিটকি রাখাবিষয়ক মামলার রায় আবারও স্থগিত করেছে নেইপিদোর বিশেষ আদালত। আজ সোমবার এই মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা পিছিয়ে আদালত আগামী ১০ জানুয়ারি নতুন দিন নির্ধারণ করেছেন।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ৭৬ বছর বয়সী সু চিকে সরিয়ে গত ১ ফেব্রুয়ারি তার সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান করার পর থেকে তিনি আটক আছেন। স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, এই পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ রক্তাক্ত রূপ নেই। এতে ১,৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। আর প্রায় ১১,০০ গ্রেফতার হয়েছেন।
সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় এক ডজন মামলা করেছে জান্তা সরকার। নেইপিদোর জান্তানিয়ন্ত্রত আদালতেই বিচার চলছে সেগুলোর। সবগুলোতে যদি সু চি দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে তাকে কারাগারে কাটাতে হবে এক শতাব্দীরও বেশি সময়। সু চি অবশ্য তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
সূত্র : আল-জাজিরা, সাউথ চাইনা মর্নিং পোস্ট
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ