পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ইউক্রেনে ন্যাটো জোটকে পরাজিত করতে পারবে না রাশিয়া। মঙ্গলবার রুশ কমান্ডার আলেকজান্ডার খদাকভস্কি নিজ দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন মন্তব্য করেছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, দোনেতস্ক অঞ্চলে রুশ মিলিশিয়াদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন আলেকজান্ডার খদাকভস্কি। সম্প্রচারমাধ্যম রাশিয়া-১-এর সঙ্গে আলাপকালে মস্কোর সমরাস্ত্রের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই রুশ কমান্ডার বলেন, রাশিয়া এখন পুরো পশ্চিমা বিশ্বের সঙ্গে লড়াই করছে। তাই ইউক্রেন যুদ্ধে উত্তেজনার পারদ বাড়লে পরবর্তী পদক্ষেপ হিসেবে পারমাণবিক সংঘাতের পথই খোলা থাকবে।
তিনি আরও বলেন, প্রচলিত উপায়ে ন্যাটো জোটকে পরাস্ত করার মতো রিসোর্স আমাদের কাছে নেই। তবে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।
আলেকজান্ডার খদাকভস্কির এমন মন্তব্যের বিষয়ে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না। পুতিন আরও বলেন, আমরা পাগল হয়ে যাইনি, আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। অপর পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় আমাদের এই অস্ত্র অনেক অত্যাধুনিক। এটা চরম সত্য। কিন্তু আমরা এটি পুরো দুনিয়ার ঘাড়ে ছুরি হিসেবে ঘুরাব না।
বিডিপ্রতিদিন/কবিরুল