রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন অংশীদার বিশেষ করে চীনের সঙ্গে ব্যবসা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার রুশ টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট বলেন- এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় রাশিয়া অর্থনেতিক সম্পর্কোন্নয়ন করবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা লজিস্টিক এবং অর্থায়ন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিব। নিষেধাজ্ঞার মাধ্যমে পশ্চিমারা রাশিয়াকে অনুন্নত বিশ্বে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা স্ব-বিচ্ছিন্নতার পথে যাব না। রাশিয়া বরং উল্টো সম্পর্ক সম্প্রসারণ করছে এবং যাদের স্বার্থ আছে তাদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করবে।
রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, আমরা পূর্ব এশিয়ায় গ্যাস বিক্রি বৃদ্ধি করব। তিনি তুরস্কে নতুন গ্যাস হাব স্থাপনের ঘোষণার পুনর্ব্যক্ত করেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল