পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইটারে এ তথ্য জানিয়েছেন। উড়িষ্যার উপকূলে আবদুল কালাম দ্বীপ থেকে বৃহস্পতিবার ‘অগ্নি-৫’ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। খবর এনডিটিভির
টুইট বার্তায় প্রহ্লাদ জোশী বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষাব্যবস্থায় নতুন সক্ষমতা তৈরি ও জাতীয় নিরাপত্তাকে আরও জোরদার করবে। অগ্নি–৫ ক্ষেপণাস্ত্র ৫ হাজার ৪০০ কিলোমিটার বা এর চেয়েও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে’।
গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এ ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। তবে এটি রুটিন পরীক্ষার অংশ বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।