বেলারুশের রাজধানী মিনস্কের বিমানবন্দরে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পুতিন সর্বশেষ বেলারুশে গিয়েছিলেন ২০১৯ সালে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। রুশ সেনাদের ইউক্রেন আক্রমণে দেশের সীমান্ত ব্যবহার করতে দেওয়ার অভিযোগ রয়েছে বেলারুশের বিরুদ্ধে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বেলারুশের সেনাদের ইউক্রেন যুদ্ধে যুক্ত করতে পারেন পুতিন। যদিও ক্রেমলিন এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, পুতিনের সঙ্গে তিনি ‘সামরিক-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন।’ বেলারুশকে বেলারুশরা শাসন করবে অন্য কোনো দেশ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশের মধ্যে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। ওই সময় লুকাশেঙ্কোকে সমর্থন দেন রুশ প্রেসিডেন্ট।
সোমবার ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, বেলারুশকে সংঘাতে টানবে না রাশিয়া। ‘বেলারুশকে যুদ্ধে ঠেলা হচ্ছে’ এমন কথা-বার্তাকে ‘ভিত্তিহীন এবং অর্থহীন’ বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে ইউক্রেন জানিয়েছে, পুতিন-লুকাশেঙ্কোর বৈঠক তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল