শ্রীলঙ্কার মন্ত্রিসভা বিদেশিদের জন্য বিনিয়োগ, কর্মসংস্থান ও আবাসিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণই এর মূল লক্ষ্য। মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুণবর্ধন মঙ্গলবার এসব কথা জানান।
কলম্বোয় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রস্তাবটি জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী তাইরান এলেস উত্থাপন করেন। তিনি আরও বলেন, কলম্বো পোর্ট সিটিকে সচল ও সক্রিয় রাখতে এ ধরনের ভিসা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শ্রীলঙ্কা আশা করছে, আগামী বছরগুলোতে পোর্ট সিটি বিদেশি বিনিয়োগের মূল কেন্দ্র হয়ে উঠবে।
সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ২৬৯ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত পোর্ট সিটিতে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, সেন্ট্রাল পার্ক লিভিং, দ্য মারিয়ানা ও ইন্টারন্যাশনাল আইল্যান্ডসহ মোট পাঁচটি অঞ্চল থাকবে।
উল্লেখ্য, কোভিড মহামারি এবং ইউক্রেন যুদ্ধের জেরে ব্যাপক ধাক্কা লাগে দেশটির অর্থনীতিতে। বৈদেশিক মুদ্রার আয় কমার সঙ্গে সঙ্গে বৈদেশিক ঋণ পরিশোধে হিমশিম খেতে থাকে শ্রীলঙ্কা। একপর্যায়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেশটি। সূত্র: ডেইলি মিরর, বিজনেস স্ট্যান্ডার্ড
বিডিপ্রতিদিন/কবিরুল